হ্যা রে মুন তুই খাস না বুঝি
দেখতো কেমন শুকিয়ে গেছিস,
তুই তো এমন ছিলি নারে,
সবাইকে তুই মাতিয়ে দিতিস,
চঞ্চলা ঐ নদীর মত এদিক ওদিক ছুটে যেতিস,
হ্যা রে মুন তুই কেমন আছিস?
আগের মতো এখনো কি,
তুই ইচ্ছে হলে শাড়ি পরিস
আবৃতি আর গানের মাঝে নিজেকে তুই তুলে ধরিস
চঞ্চলা সেই হরিণী মন আজো কি তোর আছেরে মুন
এখনো কি ভালোবাসিস সবাই মিলে আড্ডা দিতে
রং চা টা তোর খুব প্রিয় ছিল এখনো কি তেমন আছে
জুয়েল, সঞ্জয়, কাজল‌আপা, পিংকি কি তোর
মনের মাঝে, মাঝে মাঝে উঁকি মারে,
স্বদেশ ছেড়ে দূর প্রবাসে কেমন আছিস
জানতে বড় ইচ্ছে করে, ভালো থাকিস।