ইচ্ছে ছিল হাতে হাত রেখে ঘুরে বেড়াবো সমুদ্রের তীরে,
গোধূলি লগ্নে হৃদয়ের সবটুকু ভালোবাসা দেবো তোমায় উজাড় করে,
ইচ্ছে ছিল নীল আকাশের নিচে বৃষ্টিতে ভিজবো তোমায় নিয়ে,  
হলুদ সরিষার ক্ষেত আর কাশফুলের মাঝে  লুকোচুরি খেলব তোমার সাথে,
ইচ্ছে ছিল পিচ ঢালা পথে তোমার হাত ধরে হেটে যাব বহুদূর,
পাহাড়ের চূড়ায় উঠে বলবো তোমাকে ভালোবাসার কথা,
ইচ্ছে ছিল চাঁদনী রাতে পাশাপাশি শুয়ে জোসনাস্নাত হবো,
দেখবো তারাদের ছুটে চলা,
তোমায় নিয়ে সাজাবো আমার এই পৃথিবী,
ফুলফুটাবো বাগান জুড়ে,
ইচ্ছে ছিল দেখবো তোমায় লাল শাড়িতে,
বাঁচবো মোরা হাজার বছর,
এ পৃথিবী আমাদেরই স্বর্গ হবে,
তোমায় নিয়ে  করব পূরণ  ইচ্ছে গুলো,
ইচ্ছে রা আজ ইচ্ছে হয়ে ই থেকে গেল।
স্বপ্ন দেখি ইচ্ছে গুলো পূরণ হবার,
ইচ্ছে মাসি কোথায় তুমি শুনছ নাকি,
তুমি আমার ইচ্ছে গুলো পূরণ করো,
তা না হলে তুমি আমার কেমন মাসি।