দু চোঁখ জুড়ে ঘুমের ঘোর, নিদ্রা যেতে চাই মন,
যদি এ ঘুম আর না ভাঙ্গে, জেগে না উঠি কভু
তবে ক্ষমা করে দিও সজন সকল
আমার যত ভুল, যত অপরাধ,
তোমাদেরকে দেওয়া অজ্ঞাত কোন ঘাত,
মনের মাঝে পুষে রাখা যত অভিমান, যত ক্ষোভ,
ভূলে যেও সব রেখো না মনে, দিও না কোন অভিশাপ,
ভালোবাসা না দাও ক্ষতি নেই তাতে,
করো না কোন অনুযোগ,
না হয় মনের কোণে নাই দিলে ঠাঁই,
তবু ভুলে যেন যেও না আুমায়।