কার বন্দনা করছো তুমি মানুষ,
ক্ষুদ্র কিছু স্বার্থের প্রয়োজনে,
পুঁজছো তুমি এখন যাকে তাকে,
ভুলেই গেছো ঈশ্বরকে আজ তুমি,
তোমার কাছে ইহকালটাই দামি,
তাই তো দেখি নমো নমো করো
যৎসামান্য সৃষ্টিকেই তুমি,
ভাবছো বুঝি হাজার বছর রবে
দুনিয়াতেই হিসেবটা শেষ হবে,
মৃত্যু দূত এর কাছ থেকে কি তুমি
পাবে ছাড়া কোনদিনও শুনি,
ধন সম্পদ আর তোমার যত টাকা
যেতেই হবে ছেড়ে শুধু একা,
পাপ অথবা পূর্ণ তোমার যত
তোমার কাছে রইবে অবিরত।