যদি হঠাৎ করে মৃত্যু হয় আমার, যদি বলে না যেতে পারি, চাইতে না পারি ক্ষমা,
তবে ক্ষমা করে দিও হে বন্ধু সকল,
আমার যত ভুল তোমাদের কে দেওয়া কষ্ট যন্ত্রণা,
আমার শবের মিছিলে অংশ নিও একটু দিও দোয়া,
ভুলে যেও না চিরতরে কভু ফেলে রেখো মনের কোনায়,
কখনো-সখনো উলটে দেখো তোমাদের স্মৃতির পাতায়,
ভালো ছিলাম, মন্দ ছিলাম, ছিলাম তোমাদের সাথে,
বিদায় বেলায় জল এনো না তোমাদের আঁখি পটে,
মৃত্যু সে তো চিরসত্য আসবে হঠাৎ করে,
ইহার থেকে বাঁচার সুযোগ নাই যে ত্রি ভুবনে।