দূরের ওই, সীমানা-ছেড়ে চলো- বহু দূরে।
আমরা দুজন, হারাবো অচেনার ভীষণ ভিড়ে।
এই শহরে- আসে রোজ" একি রকম ব্যাস্ততা,
মধ্য রাতেও-নিয়ন আলোয় জ্যামে বসে অভ্যস্ততা।
এসব ছেড়ে বহুদূরে জোনাকির স্নিগ্ধ আলো মাখা।
ছোট্ট ঘরের জানলা খুলে অপলক তাকিয়ে থাকা।
প্রাচুর্যতার এই অট্টালিকায়,সুখের পাখি দেয় না ধরা।মিথ্যে গড়া অভিনয়ে জীবনে আসে অকাল খরা।অনুভূতিরা ডানা ভেঙে-পড়ে থাকে এসব শহরে।সুখে দুখে পাশাপাশি, ভালবাসা নামে মাটির ঘরে।