গেরুয়া ভূষণ পরা সন্ন্যাসী সাধু দল,
বৌদ্ধর বিদ্যায়,তবে কি,এতো ছল?
জীবহত্যা ময়াপাপ তব ধর্মের কথা,
রোহিঙ্গা মুসলমান,মানুষ মানবতা।
ধর্মের চাদর মোড়া,সহিংস ফাঁদ পেতে
রোহিঙ্গা হত্যাযজ্ঞে,উঠেছ আজ মেতে,
রক্ত নেশায় উন্মাতাল,আর্তনাদে হাসি,
মানবতা মুখ থুবড়ে,পরে আছে ফাঁসি।
নিগৃহীত নির্যাতিত,রাষ্ট্র সমাজ হতে,
মনুষ্যত্ব ভেসে গেছে,কালাদানের স্রোতে
উগ্রবাদী উইরাথু,আর বৌদ্ধ সন্ন্যাসীরা
ঘৃণার বীজ ছড়িয়েছে ,শিরা উপশিরা।
বেদোপয়ার প্রেতাত্মা,আজ আসে ফিরে
কিছু কিছু নর পিশাচ সন্ন্যাসীদের ভিরে
সন্ত্রাসি উইরাথুরা, মানবতা বিদ্বেষে
যুগে যুগে এরাই এসে শান্ত পরিবেশে,
সাম্প্রদায়িক চেতনা,মূল পুঁজি করে
বিভেদের প্রাচীর তুলছে বারে বারে
সৌহার্দ,প্রীতির মাঝে,টেনে এনে ত্রাশ,
অশান্তির আগুনে সব করছে গ্রাস
হায়নার হিংস্রতা সন্ন্যাসীদের মাঝে,
নৃশংস গণহত্যা করছে সকাল সাঁঝে,
নাসাকার ভূমিকা নাস্যি সেনার মতো
রাখাইন,সেনা,সাধু ধর্ষন আর কত।
আর কত হাহাকার, লাশের সারি,
বার্মার আকাশ ,কত করবে ভারি।
আর কত নিরিহ করবে নিপিড়ন
ক্ষোভে ফেটে লাভা, হবে উদগিরণ,
ঢেকে যাবে সাম্রাজ্য,পুড়ে হবে ছাই
ধংস হবে জনপদ পাবে না রেহাই।
সংখ্যালঘু রোহিঙ্গা,আগ্রাসনের মুখে
বন্দি করে নির্যাতন পাথর চাপা বুকে।
আর কত অধিবাসী করবে নির্বাসিত,
নির্যাতনে,আর কত,করবে তাদের ভীত।
নিষ্ঠুরতা নির্মমতায় কঠিন পাষান হয়ে,
করবে আঘাত,আর কত,যাবে তারা সয়ে।
মৃত্যু নিয়ে করছো খেলা আনন্দ উল্লাসে
পরিণামের হিসাব তার,করে রাখো পাশে।
তোমরা যারা সেজেছো, অসভ্যতার রুপে,
কোন শক্তির মহা দম্ভ্য ,আসছে চুপে চুপে।
নিরস্ত্র তারা,অশ্রু মুছে উঠবে ভিষণ জ্বলে
মহা শক্তির দাবানলে যাবে তোমরা গলে।
অত্যাচারের জাতা কলে রাখছো যাদের চেপে
ক্ষোভে তারাই সময় হলে উঠবে ভিষণ ক্ষেপে
জেগে তারা,পাল্টা আঘাত করবে তাদের ঘাড়ে
প্রলয়ংকরী ঘূর্ণি রুপেও আঘাত হানতে পারে।
সংখ্যালঘু ভেবে তাদের আর করনা ভুল,
ছোট্ট তবুও বিষে ভরা,দেখেছো ভিমরুল।