{ তুমিই তো বলেছিলে }
          হাজার ফুলের গন্ধ কিছু না,
               আমার গন্ধ পেলে,      
           শিহরণ উঠে,মর্মে তোমার,
                ময়ূর পাখা মেলে।
           {{ তুমিই তো বলেছিলে }}
         গন্ধ কি তবে শুকিয়ে গেছে,
              আমার পুস্প কুলে,
        উড়ে গেছো তুমি ফুল কাননে,
               সদ্য ফোটা ফুলে।
            { তুমিই তো বলেছিলে }
        আমিই তোমার পরম শান্তি,
              মাথা রেখে বুকে।
        তাকালে তুমি সব ভুলে যাও,
               হাসি মাখা মুখে।
          {{ তুমিই তো বলেছিলে }}
        আমার কাছে কি?শান্তি এখন,
              পাওনা তুমি খুঁজে,
        এই তো আমি,হেসেই আছি,
            তুমি কেনো চোখ বুজে।
           { তুমিই তো বলেছিলে }  
      ভালোবেসে আমায়,ধন্য হয়েছো,
               পূর্ণ সকল আশা,
         আমার কন্ঠে শুনেছো তুমি,
              গানের শ্রেষ্ঠ ভাষা।
          {{ তুমিই তো বলেছিলে }}
        ভালোবাসা কি?পারিনি দিতে,
            তোমায় দু হাত ঢেলে,
       গানের কন্ঠ ভেঙ্গেছে কি?মম,
           তুমি কেনো গেলে চলে।
          { তুমিই তো বলেছিলে }
        আমিই নাকি,রাণীর মতন,
           দেখতে তোমার চোখে,
      রুপের ডালি সাজানো আমাতে,
           যে যাই বলুক লোকে।
         {{ তুমিই তো বলেছিলে }}
      তাহলে কি আজ রুপের ডালি,
           আমার হয়েছে শেষ,
      ভুলেছো তুমি,হাড়িয়েছো কোথায়,
            হয়েছো নিরুদ্দেশ।।