তোমায় নিয়ে যাবো সাগরে,সূর্য্য স্নানে।  
         অস্ত রবির শেষ প্রহরে,
     হাটবো দু’জন বালুকা বেলায়,
    উথাল জল রাশি দেখবো হেলায়,
              হাতে হাত রেখে।
            তোমায় নিয়ে যাবো,
   হিম শিতল হিমালয়ের পাদদেশে,
    অথবা গোলার্ধ -পৃথিবীর শেষে,
  থাকবো দু জন মিশে,উষ্ণ আবেশে।
            তোমায় নিয়ে যাবো,
  পুরাকীর্তির কোনো প্রাচীন নগরে-
        যে খানে ধ্বংসস্তূপে মাঝে,
ভালোবাসার উপমা আজও মনে পরে।
             তোমায় নিয়ে যাবো,
  গহীন কোনো অরণ্যে,হাতে হাত ধরে,
               যদি যেতে পারো,
  যেখানে নির্জন,পদচিহ্ন পরেনি কারো,
   এঁকে দিবো দু’জন,পায়ের কিছু ছাপ,
মুছে দিব বনের চির অনুতাপ,মহাবিস্ময়,
যদি তুমি থাকো পাশে,হয়ে অনুপ্রেরণাময়।