হে দিন, হে সূর্যে মিশ্রিত আলো,
কোথায় নিশি কোথায় রাত্র ?
কোথায় আধার কালো?
হে দিনের জ্যোতি, হে উজ্জ্বল ময় আকাশ।
কোথায় ফুরিয়ে গেল দিনের বেলা,
কোথায় দীর্ঘ শ্বাস?
হে দীপ তোমায় দিনের আলো,
হে নিশি রাতের আঁধার,
কোথায়? কোথায় মিলিয়ে গেল দিনের দীর্ঘশ্বাস?
এই জগতে বলি যাহা, শূন্য কিংবা পূর্ণতা পায় তাহা।
যাহা দেহি, না দেখি, তবুও মিশে আছে অস্তিত্বের সাথে তাহা।
হে দিন! তুমি কি কভু বলিতে পারো?
কেন আসে বয়ে রাতের আঁধার?
কেন আসে ফিরে দিনের আলো?
হে জীবন, বলে দাও, বলে দাও,
কোথায় ফুরায় গেল দিনের আলো?
কোথায় গেলো আধার কালো?