এসো হে এসো,
যেথা নেই আলো,
আছে শুধু পাপ।
এসো হে এসো,
নিয়ে আলোর রহমত।
হে রমজান!
পারো কি তবে মুছে দিতে?
যেথা আছে পাপের পথ?
যেথা করেছে বিষাক্ত মানব হিয়া।
তবে দেখাও আলোর পথ,
দেও মোরে শান্তির নিঃশ্বাস।
যেথা নেই কোন রাগ, নেই কলহ,
আছে প্রেম, রহমত, আছে নূর,
হেথা তুমি দেও দেখিয়ে,
করিয়ে দেও রবের মোলাকাত।
হে মহা সম্মানিত দিন?
তবে কি তুমি আলো?
মুছে দিবে সকল কালো?
দিবে কি নতুন করে পুণ্যতা,
যেথায় আছে প্রেম শুধু আমার রবের মহিমা?