ছিঁড়ে ফেল যত স্বরলিপি আছে,
নিজের মতন গাও।
ক্ষ্যাপা রবি থেকে কবীর,লালন,
ভিতরেই বুঝে নাও।
স্পার্টাকাস থেকে ভগৎ,মুজিব
আত্মীয় হোক মনে।
ঘৃণা,প্রেম,ক্রোধ যেখানে যা জমা
তোমার গোপন কোণে-
প্রকাশ ঘটুক তোমারই ধারায়,
তিস্তা,রাইন একই।
ধর্ষিতা থেকে বিদ্ধ পুরুষ,
জানলা টা খুলে দেখি-
একই সারিতে দাঁড়িয়ে সবাই,
তোমার অপেক্ষায়!
কোন্ সংকোচে রুদ্ধ কন্ঠ?
কলমের কিসে ভয়?
রাষ্ট্র সীমানা পারেনি বন্ধ
করতে পাখির ওড়া।
পোড়া চামড়ার পিছুটান নেই
হোক না রোদ টা চড়া।