কথা ছিল তুমি ফাল্গুন নিয়ে আসবে সাথে।
বসন্ত এলো আমার দুয়ারে রিক্ত হাতে।
দীর্ঘ শীতের শুষ্ক সে পথ পেরিয়ে এসে,
পলাশের রঙ গোধূলি অঙ্গে যাচ্ছে মিশে।
নিজের ঘোরেই মত্ত কামিনী গাঁথছে মালা।
মল্লিকা তার সাজাতে ব্যস্ত অর্ঘ্য থালা।
অবুঝ ফুলেরা রাখেই না কোনো নতুন খবর!
অযথাই তারা তোমার আসার গুনছে প্রহর!
হয়তো বাতাস জানাবে কখনো কথাচ্ছলে,
ফেরার পথ যে অতিথি আসলে গেছেই ভুলে...