আজকে তোমার অখণ্ড অবসরে,
খণ্ডিত সব তোমাকে যে পাওয়া গুলো,
নিজের ভিতরে সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে নেমে,
সরাই গে চলো মলাটের ওই ধুলো।
খুলে দেখি গিয়ে শেষবার টির মত।
হলদেটে হয়ে যেতে বসা অবহেলায়,
কবেকার সেই ফেলে রেখে আসা ব্যথা,
ভুলে যেতে বসা নতুনের এই খেলায়।
আর দেরি নয় বয়ে যা যাওয়ার গেছে।  
রয়েছে যেটুকু আঁকড়ে ধরি গে এসো।
নতুন বলছে তাকে পেতে যদি হয়,
তার মাঝে থেকে পুরাতন ভালবেসো।