রূপের রঙেই হোরিখেলা চলে আজও।
পথে পড়ে থাকে সাদাকালো ইতিহাস।
কথাদের তুমি অহেতুক দিয়ে ছুটি,
থাক তবে আজ,শুধু এইটুকু থাক।
মুক্তি খুঁজুক খাঁচা ভরা কল্পনা।
খামতি কোথায় হল কেই বা তা জানে?
রঞ্জন তবু আসবে এটুকু আশা।
জীবনের রঙে রক্তকরবী রাঙে।