আমাকে আমি যতোটা বিচিত্র ভাবি,
ততোটা হয়তো আর কেউ ভাবেনা।
সত্যি বলতে কি,
কিছু মানুষ সবসময়ই অদ্ভুত হয়।
এদের খেয়ালের পিছনে
কোনো কারনের প্রয়োজন হয় না,
এদের কিছু দেয়ার আগেই
কিছু পাওয়ার প্রয়োজন হয়না।
জানো?
কিছু মানুৃষ প্রচন্ড আধারপ্রিয় হয়।
আমার মনে হয়
দু ধরনের মানুৃষ অন্ধকার সবথেকে বেশি পছন্দ করে।
এক,যারা নিজের মাঝে অনেক ধরনের অনুভুতি লুকিয়ে রাখে
আর দুই যারা অন্যায় করে অনুতাপ  করে।
আলোর মাঝে অনুতাপ সবাই করতে পারেনা। আমরা তো আবার আজকাল সকাল,বিকেল রাতে খাবারের সাথে লজ্জা খাই।
তাই সব কিছুতেই লজ্জাকেই খুজে বেড়াই।
সেজন্য অনুতাপের জন্যও অন্ধকারের লাগে।
যারা নিজেদের মাঝে অনুভুতি গুলোকে চেপে রাখে,
তারা তো আধারেই বাস করে।
সুর্যের আলোও ক্ষীন তাদের কাছে।
তাই এই মানুৃষ গুলো দিন শেষে কথা বলে অন্ধকারের সাথেই।
জানালার পাশে বসে থাকা
সেই মেয়েটা যে বড্ড বেশি অভিমানী কিংবা
রাস্তার সেই ছোট্ট ছেলেটা,
যার কেউ নেই,,
সেও তার সব কথা জমা রাখে রাতের আধারের কাছে।
কালো গাঢ় সেই আধার....।