সেদিন পথে দেখা হলো।
কি সুন্দর সেই তুমি একই আছো।
শুধু বদলে গেছে তোমার চোখের ভাষা,
তোমার পাশের সঙ্গী।
মনে আছে, একটা সময় খুব আশ্বাস দিয়ে বলতাম,
দেখো এমন কোনো দিন আসবে না
যেদিন তোমায় দেখে আমি মুখ ফিরিয়ে নেবো।
এমন কোনো সময় আসবে না যখন
তুমি টা আমার বড্ড অপ্রয়োজনীয় হয়ে যাবে।
আমিটা আসলে এখনও একই আছি,
মাঝখান থেকে শুধু বদলে গেল তুমি আর সময়।
এই বদলে যাওয়ার ভীড়ের অংশীদার আমি হয়ে উঠতে পারিনি।


জানো তোমার মায়ার কথা এখন আর মনে পড়ে না,
তোমাকে  ছাড়া একা পথ চলতে আর
খুব একটা কষ্ট হয় না।
মনে হয় না
কেন কেউ নেই?
মনে হয় না
কেন একসাথে খারাপ থাকতে না চেয়েও
তুমি ভালো আছো অথচ আমি ভালো নেই।
তাও ভালো কেউ একজন তো অন্তত ভালো আছি।
এই বা মন্দ কি???