আজ থেকে ঠিক অনেকগুলো বছর পর
যখন পাওয়া না পাওয়ার
হিসেবের খাতায় হিসেব করতে বসবে
সেদিন হয়তো বুঝতে পারবে
বিশাল এই জীবনটায়
তুমি অনেক পেয়েছো,অনেক হেসেছো।
শুধু পাওনি ওই একজন কেই
যার হিসেবের খাতার
একটিমাত্র পৃষ্ঠায়ই তুমি না পাওয়া হয়ে আছো।
ওই একটি মানুষ যার কাছে
তোমায় পাওয়া হয়ে গেলেই
সবটা পূর্ণ হয়ে যেত।
ওই একটি মাত্র মানুষকে পাশে না পাওয়াই
হয়তো
আজ তোমার হিসেবের খাতা নিয়ে বসার কারন।


ওই একটি মানুষ যার হাত ধরে
শত সহস্র মুহূর্ত কাটানোর কথা ছিলো,
ওই একটি মানুষ,
যাকে শূন্যপ্রায় সত্তার মাঝেও  
ভালোবাসার কথা শুনিয়েছো,
ওই একটি মাত্র মানুষ
যে সারাদিনের হিসেব
তোমার চোখের মাঝে খুজে বেড়িয়েছে
যে বিনে প্রাপ্তিতেই
সবটা দিয়েও শূন্য হাতে ফেরত গিয়েছে।
তার না থাকায় সুখ না আটকালেও
এই এতো বড় জীবনটায় কোথাও
স্বস্তি ও কি আটকায়নি?


এই কালো রাতে যখন
তুমি হিসেবের খাতায় মুখ গুজতে ব্যস্ত
সেও হয়তো তখন তার জীবনান্তে
তোমার হাসিমুখের কথা মনে করেই
আলো নেভার অপেক্ষায় আছে।
আক্ষেপ নিয়ে নয়,
ভালোবেসে।
ভালোবাসায় কোনো শ্রান্তি নেই।
ভালোবাসায় শুরু থাকলেও শেষ নেই।
ভালোবাসায় প্রাপ্তি বিনে হারানোর ও কিছুই নেই।
যে সবটা দিয়ে ভালোবেসে গেছে
তার কাছে তুমিময় তুমিহীন
সবটাই  প্রাপ্তি।