প্রিয় একটা দুটো করে বেশ অনেকগুলো দিন চলে গেলো
তোমার অপেক্ষায়,
অপেক্ষার চেয়েও বরং বলা ভালো
তোমার উপেক্ষায়।
প্রথম প্রথম বেশ কষ্ট হতো।
বিশ্বাস হতো না ঠিক কি হয়ে গেলো।
কিন্তু একটা সময় পর সময়ই বলে দিয়েছে,
যে ঘর একদিন আমার ছিলো,
সে ঘরের মালিকানা পরিবর্তিত হয়ে গিয়েছে।
নতুন মালিকানা নতুন সম্পর্কে হরেক রকম রঙ ছড়াচ্ছে।


দেখো তোমাকে ছাড়াও কি সুন্দর বেচে আছি!
সত্যি বলছি
কাউকে ছাড়া কেউ থাকতে পারবেনা
এরচেয়ে বড়ো মিথ্যে
আর দ্বিতীয়টি হয় না।
দিন ঠিকই চলে যায়।
একটা সময় পর
ভালোবাসা মোহ আবেগ
কোনোটাই না আর কাজ করে না।
এমনকি ঘৃনাও নয়
কেন জানো?
সব উজার করে দেওয়ার পর ও
যে নতুনের স্বাদ খোজে
সে আর যাই হোক,
ঘৃনায় কিংবা ভালোবাসায়
মনে কিংবা মাথায়
কোনোভাবেই কোথাওই রাখার উপযুক্ত কখনই নয়...