ভালোবাসা কী!
একসাথে দিনের পর দিন চুটিয়ে প্রেম করা?


ভালোবাসা কী!
কলেজ ফাকি দিয়ে বন্ধুর সাথে ঘুরতে যাওয়া?


ভালোবাসা কী!
প্রতিদিন প্রভাত থেকে রাত্রি শুধু কথা বলা?


ভালোবাসা কী!
আমরণ কোনো সংকল্প নাকি ক্ষণস্থায়ী?


ভালোবাসা কী!
হাতে-হাত আর চোখে চোখ রেখে হেটে চলা?


ভালোবাসা!


ভালোবাসা হলো,
মিষ্টি একটি স্বপ্ন যেখানে ভালোলাগা অফুরন্ত,
সেখানে ভালোবাসার মানুষটির সাহস হয় দুরন্ত।


ভালোবাসা হলো,
যখন তখন খুনসুটি,
একি সুতোয় মনদুটি।


ভালোবাসা হলো,
প্রিয় মানুষটি কাছে কিংবা দূরে যেথা থাকুক ভালো থাকুক এই কামনা।
কখনো আমায় অবহেলা না করুক এই বাসনা।


ভালোবাসা হলো,
কথায় কথায় শুধু অভিমান,
প্রমিকার মান না ভাঙ্গালে নেই কোনো পরিত্রাণ।


ভালোবাসা হলো,
সুখে-দুঃখে একে অপরের সাথি,
অন্ধকারে যেমন শোভা পায় বাতি।


ভালোবাসা হলো,
যেখানে-যেমন থাকো মনে রেখো মোরে,
বিচ্ছেদের পরেও তুমি যে রবে হৃদয়ক্রোরে৷


ভালোবাসা হলো,
তাকে ভাবতে ভালোলাগে,
মনের মধ্য তার ছবি আঁকতে ভালোলাগে,
তাকে দেখতে ভালোলাগে,
শাসন করলে কাদঁতেও ভালোলাগে।