“সূর্যমামা” লালজামা পরে সকাল সাঁঝে,
সোনার রোদের হাঁট বসায় এইনা জগৎমাঝে।

“চঁন্দ্রছূড়ী” গগনজূড়ী রূপের মেলা বসায়,
সেই মেলাতে ঝিকি মিকি তারার বাতি জ্বালায়।

“পভনদাদা” শাহজাদা শন শনা শন বয়,
মাঝে মাঝে মেজাজ গরম করলে লাগে ভয়।

চাঁদ, সুরুজ আর বাতাসেরই এমন “রূপলীলা”
দেখে যেন প্রাণ হরিনীর হৃদে লাগে দোলা।