কেন সময়ের সাথে সব হারিয়ে যাচ্ছে।
কেন হারিয়ে যাচ্ছে ছোট্ট বেলার বন্ধু গুলো।
ছোট্ট বেলায় যাঁরা আমাকে স্বপ্ন দেখাতো আজ কেনই বা তারা আমাকে নিয়ে সমালচনা মজেছে।
এই স্বার্থপর সম্পর্ক যেন আমাকে তিলে তিলে মেরে ফেলছে।
আমি মাথা উঁচু করে বাজতে চাই।
আমি বাজতে চাই স্বার্থহীন সমাজে।
তোমাদের ওই ধারনা  মিথ্যা ছিল সেটা প্রমাণ করতে হলেও আমি এই পৃথিবীতে বাজতে চাই।
আমাদের সম্পর্ক হোক না স্বার্থহীন অর্থ হীন।
আমাদের সম্পর্ক হোক না মন থেকে  রক্তের।