তোমাকে বহুদিন হলো দেখি না।
তোমাকে একটু খানি দেখা পাবো এমন নিশ্চয়তা পেলে শত বাধা ভেঙ্গে অপেক্ষাই থাকব ওই মাঠে খোলা আকাশের নিচে।
তুমি শুধু দেখা দিও।
বহু দিন হলো তোমাকে ওই চুল গুলো বাতাসে এলোমেলো হয়ে গেছে সে দৃশ্য দেখিনা।
বহুদিন হলো তোমার সাথে আমার ওই পথে যেন দেখা হয় না।
বহু দিন হলো তোমার হিজাব পরা ওই মায়াবী মুখ খানা দেখি না।
তোমার ওই মায়াবী হাসি যেন বহুদিন দেখি না।
অনেক দিন তো হলো তোমাকে দেখি না এবার না হয় আড়াল হতে একটু খানি দেখা দিও।
এইযে আমি তোমাকে দেখলে মন ভরে যাচ্ছে,
না দেখতে পেলে বুক টনটন করে,
বেঁচে থাকাটা বিবর্ণ হয়ে যায়।
এই অনুভূতি কি ভালোবাসা নয়?