এই পড়ন্ত বিকেলে তোমায় দেখা পাই না।
কতদিন দেখিনা তোমায় সে কোন বৃহস্পতিবারে সূর্য ডোবা আগ মুহূর্তে খোলামাঠে তোমায় দেখেছি।
সূর্য ডোবার সময় খোলা মাঠের আশে-পাশের প্রাকৃতিক দৃশ্য যেন ঠিক আগের মতই আছে।
সেখানে শুধু তোমায় দেখা পাই না।
তোমার অনুপুস্থিতিতে আমাকে তীব্রভাবে ভাবায়।
ওই সবুজ ঘেরা মাঠে খোলা আকাশের নিচে তোমার ওই মায়াবী রুপ খানি আমি যদি একটুখানি দেখা পাই।
তাহলে যেন আমার চোখে বিকেল আর প্রকৃতি পূর্ণতা পেত।
খোলা আকাশের নিচে কতশত কবিতা কতশত গল্প লিখেছি।
তোমায় সোনাব বলে আমি ওই খোলা আকাশের নিচে বসে তোমার অপেক্ষায় থাকি।
এই পড়ন্ত বিকেলে তোমার দেখা পাই না।
প্রতিটা বিকেল যেন বিকেলের নিয়মে চলে যায়।
তবুও আশায় বুক বেঁধে থাকি ওই সবুজ ঘেরা মাঠে খোলা আকাশের নিচে।  
যদি তুমি আড়াল হয়ে একটুখানি দেখা দাও।
যদি তুমি জানতে চাও এতশত কবিতা এতশত গল্প আমার জন্য লেখা?