কালো শাড়ি,দুই হাতে চুরি, ঝুমকা কানের দুল, দু চোখে কাজল চোখের পলক যেন ফেলতে চাও না,সে সময় তোমাকে কত টা বিধ্বংসী ভয়ানক সুন্দর লাগে তুমি কি জানো?


এমন অনিন্দ্য সুন্দর রূপ নিয়ে তুমি সামনে দাঁড়ালে নিমিষেই লেখে ফেলবো কয়েকশ কবিতা, তোমার রূপের বর্ণনায় কয়েকটা উপন্যাস।


তোমার কানে লাল জবা, কাঠগোলাপ ফুল গুলো যেন তোমার সৌন্দর্যকে ঢাকতে পারে নি।
তোমার রূপের কাসে ফুল গুলো যেন হার মনে।


তোমার জ্যোৎস্নাঝড়া হাসির মধ্যে যেন একটা মায়া আছে ।
পৃথিবীর সব ভুলা যায় তোমার ঠোঁটের হাসি যেন ভুলা যায় না।


তোমার চুল গুলো যেন তেমন কালো না, এলোমেলো তবে সুন্দর। বাতাসে যখন তোমার চোখের সামনে উড়ে আসে মুচকি হেসে হাত দিয়ে সরিয়ে নাও,হয়তো মাঝে মাঝে বিরক্তও হও।
তোমার চুলের সুগন্ধি বোধই পৃথিবীতে সকল পারফিউমকে হারমানাবে।


তুমি সুন্দর তোমার সব কিছু যেন নিখুঁত !
তোমার রূপের কাছে যেন চাঁদও হার মানে দীপ্ত মুখশ্রী হতে আলো ঝরে পড়ে মাটিতে।
বিধাতার কি অপরুপ নির্ভুল সৃষ্টি, যেন তোমার দিকে তাকিয়ে এই জীবন পার করে দেওয়া যাবে।


তবুও তোমাকে দেখা তৃষ্ণা যেন মিটবে না।


এমন সুন্দর রূপ নিয়ে তুমি যখন আমার সামনে দাড়াও আমার বুকের ভিতরটা টনটন করে বেঁচে থাকা যেন
বিবর্ণ হয়ে উঠে।