তোমারে আমি ছাইড়া দিছি।
তোমার হতে আমি মুক্তি চাই।
ঐ চাঁদ মামার মত একাকীত্ব থাকতে চাই।
হারিয়ে যেতে চাই স্বার্থহীন রাজ্যে।
আমার আকাশে ঘন কালো মেঘ গুলোকে আজ মুক্তি দিয়েছি।
তোমারে আমি ছাইড়া দিছি।
আমি হতে চাই স্বপ্নের রাজ্যের মানুষ।
আমি হতে চাই ঐ আকাশের উড়ন্ত পাখিদের মত সুখী।
আমি হতে চাই হুমায়ুন ফরিদী স্যার।
তবুও তোমারে চাই না। তোমারে যে আমি ছাইড়া দিছি।
তোমার হতে আমি মক্তি চাই।