তোমারে আমি মন থেকে ভাল বাইসলাম,
তুমি বাইসলে না।
ঐ যে তুমি গেইলা আর ফিরে আইলা না।
না কইলে তুমি তোমার মনের কথা, না বুইঝলে আমার মনের কথা।
ঐ যে তুমি গেইলা আর ফিরে আইলা না।
তোমারে মন থেকে ভালবাইসা বড় বিপদে পরিলাম এ কথা কারে কেমনে বলি?
তোমারে বইলতে গেইলাম তুমি শুনলেই না।
কথা গুইলা জুমাইয়া রাইখলাম।
ঐ যে তুমি গেইলা আর ফিরে আইলা না।
শত কোটি গল্প তোমারে শুনাইব বলে অপেক্ষায় থাকিলাম।
বইলতে দিলা না শুন্তে চাইলে না,আমারে যে উপেক্ষা কইরাই গেলা।
প্রতিদিনই কল্পনায় আইলা বাস্তবে আর আইলানা।
ওই যে তুমি গেলা আর ফিরে আইলা না।
তোমারে বহুদিন হইল মন ভইরা দেইখিনা, একবার আর একবার ফিরে চাইও কথা দিইলাম মন ভরে দেইখা চোখের জল চোখের মধ্যে শুকাইয়া নেব।
ঐ যে তুমি গেইলা আর তো ফিরে আইলা না।