মোলায়েম ত্বকের ওপর ঘরবাড়ি, গাছপালা, কোলাহল
বিশৃঙ্খল ভূমিখণ্ড গল্প শুনতে পুনরায় বসে
পান-সুপুরি-দোক্তা, হলাহল, মোলায়েম পরচর্চা।
মহামারী দূর হয়ে গেলে ত্বক আরও মোলায়েম হয়
গোলাপি আভা, যেকোনো সূর্যকে বাছাই করে আনে।
একদৃষ্টির প্রতিমারা দোলনায় দোলে, ঘুমিয়ে যায়।
মধ্যরাত্রির টপটপ জলে
স্বপ্নেরা, আভারা, অনিদ্রারা, আতঙ্ক গাঢ় হয়।
তুলে রাখি উপরে সবার, যেন রিচুয়াল।
সারাক্ষণ দোলে আর কখনো কান খাড়া করে কি শোনে
প্রতিবেশীর বিপরীত খেয়াল, তবু পারস্পারিক শুশ্রূষায় দিন যায়।