রাত্রিকুহকের মতন নাছোড়বান্দা ভালোবাসা রয়ে গেছে বোধের কোন এক নিভৃত প্রকোষ্ঠে । করুণ বেহালার মতো এক হিমগান বেজে চলছে অগোচরে । সচল আঁধারে , আলোহত মনে । মায়ার মতো কেমন সাজানো পাপগুলো নিজেদের করে নিয়েছে পবিত্র । তবু আরও কিছু সমর্পণ এখনো রয়ে গেছে বাকি । আরও কিছু গান থেকে গেছে সুরছাড়া । অন্য এক ফুলে , অন্য এক ঝাপটায় তবু উড়ে গেছি একমনে , বিরহবেলায় । তছনছ পাখিরাজ্যে কীভাবে বলিএক আমিই দলহারা ?
প্লিজ  তুমি চোখ বুজে যাও , তুমি ফুল তুলে নাও । একটিবারও না তাকিয়ে সন্তরণের মনখানা  হেলায় ছুঁড়ে দাও । লক্ষ্যভেদী তীর হয়ে কেন আসছ ছুটে ? ফিরে গিয়ে ধনুক সাজাও । না হয়ে পড়ে থাকি পাপড়ি হয়ে । মধুরতম আঘাত দিয়ে কেন এত মাড়িয়ে যাও ?