কিছু আটপৌরে বিষাদ হাতের তালুতে রেখে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছিলাম,
আর কিছু শব্দের মাত্রা কেটে দিয়ে কোন কবিতাকে ছন্নছাড়া।
যে ফুলটি কিনা এইমাত্র শেষ করে এল ক্লান্তিকর কাঁটাভ্রমণ, তাকে বিনা বিশ্রামেই ছুটতে হয় রাত্রিঝড়ে ধুপধাপ ... প্রেমবনে।
আর কালিক উষ্ণতা সাথে করে দু একটা তোবড়ানো হিমস্মৃতি নিয়ে এলে তোমার নিঝুম বুকে যেন এযাবতকালের সমস্ত মায়াঢেউ, বিকল্প বর্ষার কদমবন।
জমানো ঘাসফুল শুকিয়ে গেছে,
সুরের বিরাম নয়তো একবিন্দু আলোক স্বল্পতায়।