এইসব গোলাপ দেওয়া নেওয়া ছেড়েছুড়ে দিয়ে
হয়তো একদিন গণিকার দরজায় কড়া নাড়ব কাগুজে ভালোবাসা নিতে।
দুরুদুরু বুকের তরল সমর্পণ  ফুরিয়ে যাবে
হয়তো একদিন প্রাক্তন প্রেমিকার ছবি স্ক্রিনে রেখে
বিরতিহীন মাস্টারবেশনে কেটে যাবে শীতের দীর্ঘ রাত।
একদিন ভিক্ষুকটিকে বোকাচোদা বলে হেঁটে যাব নির্বিকার
হ্যাঁ, একদিন কবিদের মনে হবে বড় আবাল।
একদিন লালবইয়ের উপর শোভা পাবে তাজা মারিজুয়ানা
কোথাও কেউ কেঁদে উঠলে ধমকাব,  চুপ!! একদম চুপ!!!!
আধা মানুষ, পচাগলা আধা লাশ হয়ে ঘুড়ে বেড়াচ্ছি -
খাচ্ছি দাচ্ছি, ঘুমুচ্ছি,সময় পেলে কিঞ্চিৎ  মানবতা ফলাচ্ছি
জিনের রিপ্লিকেজ রেখে যাচ্ছি পরের প্রজন্মে -
আর মানুষ হওয়ার ট্রাই দিস না তোরা।
পারলে পুরোটাই লাশ হোস -
প্রজাতির নতুন নামকরণ করিস।
'মানুষ ' নামটা পুড়ল তো অনেক।
ওঠাকে ছাই না বানিয়ে আধপোড়া করে মমি বানাস
দোদাই তোদের, না - মানুষ হয়ে উঠিস।