অবাক জ্যোৎস্না পার হয়ে দেখি চাঁদের বুকে অভিমান । ডিলিট করে ফেলেছে মেঘের সাথে তার বহুদিনের চ্যাট হিস্টোরি । রাত তার গল্প জমায় । তারাগুলো টানায় শামিয়ানা ঝিলমিল । এই আমি বুকটা দুরুদুরু । যথারীতি পর্দা ছিঁড়ে তুমি । দুজনে মিলে যত্ন করে বানাই বিরহ রিদম । চোখটা ভঙ্গুর । কপালটা একটু ওপাশে । আবছায়ায় মিশে যাই । এই নাও পাখোয়াজ । আমি ধরবো গান । ঘুম , ফুল , পুরনো রিংটোন , একসাথে এসে বললো , চলো যাই ।
এই অরণ্য হারানোর জন্যই । এখানে আমি থাকি । এখানে তুমি হারাও ।