বাছাইকৃত হাসিগুলো আগলে সে শুরু করল তার কান্নাপথ। কোন খেয়ালে যেন ফেলে এসেছে সিমকার্ড। জানা গেল তার আছে শাদা স্বপ্ন। এটুকু জানার পর  দিই দীর্ঘ সিডাটিভ ঘুম। স্বপ্ননর্তকীদের মন ভার। আড়ালে আবডালে শিখে ফেলি পায়রাপুরাণ। কার্নিশভর্তি সুইসাইড। শুকে যাই মায়ারুমাল, গিলে ফেলি ওম। পাখি - মরা ডাল,  দুই সহোদর। ওমা! পালক খুলে ফেলে সেও নিয়েছে সন্ন্যাস। যদি এসেই পড়, সাথে যেন থাকে অভিমান, তাকাবে মায়ায়, কী নরম! কুসুম কুসুম!!  
এই নাও  ইনোসেন্ট হাত, সিকিউর্ড বুক। এদিকে এলার্মে আটকানো শাফলড্ ঘুম।