পাখাওয়ালা গানটা থেকে অন্তরাটুকু উড়ে গেল। বাকি যা থাকল তার নাম দিলাম ব্যথা। বেদনা নয়, কেননা নীল রঙ আপাতত আকাশটুকুর জন্যই থাক। আমাদের কবিতার মাঝে মাঝে কিছু ফাঁকা থেকে যায়। ওগুলো গোপন কেয়াবন। মাটিকে মৃত্তিকা বলে। এটা না জেনেও বেশ হাঁটা যায়। ফুলেদের কাছে যাই হাসি জানতে। ফিরি কিছু জ্যামিতিক অশ্রু সাথে করে। তোমার জন্য কিছু মোমেন্ট জমা আছে। কোনটায় তোমাকে বানিয়েছি রাত্রিপুরাণ, কোনটায় দিয়েছি শাপ, অন্তত একটাতে তুমি ভুলে গেছ সব রাগ। চুলে তোমার খানিকটা চাঁদ মাখিয়ে নিয়ে এলাম। ইতিহাসে তুমিই প্রথম জ্যোৎস্নাকেশী। মাঝখানটায় কিছু হয়েছে ভন্ডুল। দেখো উল্টে গেছে আলতার শিশি। সময় করে এসো। জোগাড় করেছি একান্নটা নাকফুল। শুনতে চাও। তাই বলে গেলাম।  সিজোফ্রেনিক প্রার্থনার গায়ে দীর্ঘ দীর্ঘ সব ঘুম সেঁটে দিলাম। উন্মুক্ত রতিকালে কার্নিশে কার যেন ছায়া পড়ে।