তবু তোমা বিনে অত্র  ধরাধামে পড়িয়া  আছি এক শৈলচূড়া
দুঃখ বলিতে নাই তো কিছু -
প্রেমপ্রতাপে আর নিদারুণ বিরহগীতে রহিনু সাজি
অদ্য দিবসে যেমন অথবা এর আগের বেলা।
তোমাতে কি মতে ভাসান দিয়া খোয়াব পাইল জোয়ার
আর কি বিরাম সহে?
ফকফকা আসমান কিনারের প্রশ্রয় লভিয়া
উড়িল সাধের খোয়াবনামা।
ভজি প্রেম তাই খুঁজি তোমার পিরিতখানা
সেটা কি দিয়া গড়া বস্তু, লোকের কি কথা?
ফুটিল না অধরে তবু জানি তো
জানাইয়া দিয়াছ তো
এক্ষণে  মুদিলে চক্ষু
তবু মুদিল না ভালোবাসা।