কিছু এলোমেলো বারান্দা তৈরি হয়েছে। নিচু বারান্দা, উঁচু বারান্দা। ব্যক্তিগত যে বারান্দায় আমি থাকি, প্রত্যহ ঘোরাঘুরি, সেখানে তৈরি হয়েছে বহুমাত্রিক কিছু সম্ভাবনা। বারান্দায় গেলে মনে হয় আমি ঘরে নেই, বাইরে নেই। মনে হয় আমি কিছু একটা ধরে ঝুলে আছি বহুকাল ধরে। মনে হয় বিষণ্ণতার এপিঠ ওপিঠ জুড়েই আছি। যে ধূলো এখানে কিংবা ধূলোহীন ছিল না কোনকালে, তাতে বসে আমি রঙস্মৃতি হাতড়াই। আর বারান্দালগ্ন যে কার্নিশ, যা কিছু পুরোনো, উচ্ছিষ্ট হয়ে যায় তা কার্নিশে জমা থাকে। সমান্তরাল মহাবিশ্বের মতো কিছু সমান্তরাল বারান্দা তৈরি হতে থাকে। তার কোনো একটাতে আমি থাকি।