যেভাবে লুসির উত্তরপুরুষেরা প্রতিদিনই বলছে, অনেকদিন পর প্রিয়তম কোন মুখ দেখলাম, অনেকদিন পর হালকা লাগছে কিংবা দৃশ্যত সবকিছুই অনেকদিন পরই ঘটে চলেছে। প্রতিদিন ইভেন্টের তিনশো হাত দিয়ে উড়ে যেতে শিখে গেলেও, নিচে তাকিয়ে বলার স্বভাবটা থেকেই গেছে, অনেকদিন পর এভাবে একটু উড়লাম। প্রতি মুহূর্তেই আমাদের 'অনেকদিন পর একটু অন্যরকম ' লাগে। স্পেস শুধু মস্তিষ্কের রক্তক্ষরণই ঘটাচ্ছে না, তা আমাদের অস্তিত্বকে এক একটা আইস কিউব বানিয়ে দিচ্ছে। বাড়ছে মিসিং লিংকের সংখ্যা। গালে যেহেতু সদ্য খাওয়া বিস্কুটের গুঁড়ো, সুতরাং দ্রাঘিমা মাপতে লেগে যাও। দেখা যাবে অনেকদিন পর শুধু রিপিটের উপর রিপিট হচ্ছে। ছবি ঠিকই থাকছে। গ্যালারি থেকে উধাও হচ্ছে দেয়াল। দালি 'র বাঁকানো গোঁফ বলছে, কেরিকেচার হচ্ছে। অনেকদিন পর শিল্পদ্রুম ঘটছে। মজা!
বলো কাফেলা। বলো রাহবার। দেখতে হবে চৌকাঠ পেরিয়ে কি গাছ আছে সামনে। কার স্বরে কথা বলছি বহুদিন পরে? অনেকদিন পরে  অবিকল আন্দালুসীয় ধূলো এসে ঢুকছে ঘরে ।