যেন সেই কবে থেকে বসে আছি অজানা গল্পের নথিলেখক হয়ে। লিখে লিখে ফুরিয়ে যাচ্ছি। নথি জমে যাচ্ছে। ধূলো উড়ছে চারদিক। ভাসিয়ে দিচ্ছি রঙিন স্বপ্নপাখা। উড়ে যাওয়ার কথা তো, কিন্তু উড়ছে না। নিদ্রা তাড়িত কোন এক আদ্র হাসির ভেতরে জেগে থাকে যে সরলতা, তাকেই বলেছি কিংখাপ। লুপ্ত দেখো নাড়িস্পন্দন। আরও আরও সুপ্ত সরল কথার বাঁক বেরিয়ে যে নথিরা শেষমেষ মিলিত হয়, অজানা সেই কথাদের দিয়েছি মনিহার। বলেছি, শেষবেলা হারিয়ে গেছে। মিলিত হও, তাকে খুঁজতে যেও না আর।