সম্ভাব্যতার সরীসৃপ দিনগুলোতে হা করে  খুলে যায় প্যান্ডোরার বাক্স। পাখি পথ চিনেছে একমুখী কোরাসে। লেজে বয়ে বেড়ানো ছবিহীন ভিউকার্ড।  শতাব্দীর অন্ধকার অতটুকু বুকে নিয়ে সে কীভাবে ওড়ে? এই মাইক্রোস্কপিক নাড়া খাওয়া দিনগুলোতে সান্ধ্যগানে কেমন করে সুর লাগে?
বলো।  আজ আমাকে বলতেই হবে। প্রথমে কাউন্টডাউন, তারপরে শোডাউন। নেশা নেশা সন্ধ্যাগুলো আজ একাই খাবো।