তারপর আমাদের নিয়মিত  আসবাবগুলো
পুরনো হতে হতে -
এক সময় ক্লান্ত হয়ে গেল।
আমাদের প্রতিদিনকার আচরণগুলো,
পেল না কোন নিজস্ব স্বভাব।
বোধিনক্ষত্রের নিচে বসে এসবই ভাবা হয়
বয়স হয়ে যাচ্ছে সব কিছুর,
তৃণাশ্রয়ী আমরা, অথচ কেউ জানি না
কেন সরীসৃপ, শ্বাপদের  প্রতি অহম
কেন আমাদের বস্তুদের প্রতি  অহম ...