জীবন এক অদ্ভুত কাটাকুটি  খেলছে আমাকে নিয়ে,
আধিভৌতিক এক সাপলুডুর কোর্টে এসে পড়েছি
মই দিয়ে উঠে যাচ্ছি,
আবার এক পেটমোটা রঙিন সাপ কোঁৎ করে গিলে ফেলছে।
দৃশ্যচিন্তা আর অবচেতনের হাত ধরাধরি করে চলা পথকে
আর ঈর্ষা করি না -
ভ্রুক্ষেপ নেই অনুমতি ছাড়াই বিকেলবেলা কে এসে পড়ছে ঘরে।
বিষাদার্জিত সন্ধ্যাটা একা কাটিয়ে কিছু অহমবোধ হয়,
কেমন হতো -
যদি পৃথিবীর সব মানুষের জুতো একসাথে চুরি হয়ে যেত ?