প্রমিত শোকে কোন আস্থা নেই,
সবকিছু নিজ দিকমুখী,
শোকের কোন দিক,  কুল থাকতে নেই।
শোকের উচ্চারণে ভদ্রভাষা ফেলনা যাক
আমি তো এপিঠওপিঠ করে
বহুবার শোক নেড়েচেড়ে দেখি
সুকথা, কুকথায় সয়লাব।
বহুদিক ঘুরে মূল্য না পাওয়া শোক
এইখানে এসে গেঁয়ো হয়ে যাক।
কথা বলুক নিজ চেতন মনে
চৈত্র শুরুর হাহাকার বাতাসে।
পরিপাটি কাপড়চোপড় ছেড়ে
উতলা শোক করুক বৈধব্যের স্নান।
সন্তোষের কথোপকথন রেখে,
আহা! শোক আমার -
দেখাক তার বয়সী অভিমান।