পারমাণবিক বিচ্ছেদাস্ত্র পরিচিত কোথাও লুকিয়ে রেখে দাও তুমি। আসন্ন বর্ষাদিনে কিছুটা মানবিক হওয়ার প্রস্তুতি নাও। বেছে নাও সুবিধামাফিক কয়েকটা ভালবাসাস্নাত দিন। এর মাঝে কোনদিন তুমি হয়ে ওঠো আলঙ্কারিক।  কোনদিন হয়ে যাও কিছুটা মাঙ্গলিক। কোনদিন পুরোটাই তোমার, কিছু একটা হও, একটু বৃষ্টিদিনের  ইচ্ছেমত, আর বাকিটা তোমার চাহিদামাফিক।
আর আমি তো কবে থেকেই বহুধা বিভাজিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছি। তার প্রতিটি থেকেই তোমার দিকে ছুটে যাচ্ছে অনুরোধ রশ্মি।  আমি নিস্পৃহ, তবে এদেরকে তুমি রক্ষা কর,  করুণা দেখাও।