আত্মহত্যাপ্রবণ এক ষোড়শী যদি সাত দিন সাত রাত ধরে লোভ সামলিয়ে  গলায় পরে থাকে ধুতুরার মালা, তবু বলবো তার কাছে যাওয়ার আগে নিশ্চিত হয়ে নাও তুমি নিজে জীবিত কিনা। পারতপক্ষে চলমান সকলেই একই রকম সচল, এটা ভাবা বোকামি। আমার গোপন ইচ্ছা, কোন এপিটাফ নয়, সমাধির চারধারে বাজতে থাকবে মাইলস ডেভিসের অন্তহীন জ্যাজ। ধূলিকণায় পরিণত হয়ে পৃথিবীকে মুক্তিবেগে ধাক্কা দেওয়ার ইচ্ছেটা লালন করে আসছি বয়ঃসন্ধি থেকেই। কোনরূপ সময়জ্ঞানহীন  দেবতারা  যখন খাচ্ছে এবস্যুলিউট ভদকা, তখন হিসেবরক্ষক দুই ফেরেশতা ভাবছে, এই বুঝি শেষ হলো কার্যদিবস। ফেনোমেনা ছাড়াই যদি পৌঁছানো যায় স্বপ্নগঙ্গা , কি আর ক্ষতি  হবে এলার্মে আটকানো ঘুমে?