ইদানিং সন্ধ্যাগুলো এত করুণভাবে বিদায় নেয় যে, কখনো মনে হয় বৈদেহী সন্ধ্যাগুলোতে কোনরূপ আত্মাও অনুপস্থিত, যেন বা একটা কালো আলখাল্লা হাঁটছে একা একাই । তখন সন্ধ্যাটা যেন  শুকনো  শ্যাওলাভর্তি অন্ধকার দেওয়াল, কোন ভয় ছাড়াই শখের বশে যে দেয়ালে হাত রেখে রেখে চলে যাওয়া যায় শেষ অবধি। এই কালপ্রিট সন্ধ্যাই আমার কাছ থেকে উধাও করে নিয়েছে  কল্পনার সব মায়াবী রেশমে বোনা ছবি। ছবিঘর জুড়ে জ্বরতপ্ত মথেরা ওড়ার বদলে হাঁটছে শুধু।
এর বেশি গেলে মনে হবে বানিয়ে বলছি, যেহেতু সন্ধ্যারা বেশিক্ষণ থাকে না। তাদের সম্প্রতি তৈরি হয়েছে দিন - রাত ব্যতিরকেই দুর্বোধ্য কিছু শুভাকাঙ্ক্ষী।
সন্ধ্যা এবং নিজের পরিমিতিতে ভরসা রাখি।