যে খুনি, যবনিকা সম্পর্কে তার কোন ধারণা থাকে না। মৃতদেহ তো পড়ে থাকে নিশ্চিন্তে। অথচ যথারীতি  যবনিকা ঘটে যায়। দূর থেকে নিরাপত্তা বেষ্টনীতে বসে সাধারণ দর্শক হিসেবে বিভিন্ন ধরণের যবনিকা নামক হননদৃশ্য চিহ্নিত করি।  হাতে ছুরি ধরিয়ে  দিলে সেইসব ইনসিডেন্ট গুলোও  হয়ে উঠতে পারে নির্দ্বিধায় খুনি।
যবনিকাপাতের গতিপথ পাল্টে যায়। পর্দাপতন বলে তো কিছু নেই, শুধু ক্যারাভান ঢাকা ভারি ভারি তাঁবুসদৃশ মেঘবস্ত্র উড়ছে ঋণাত্মক অনন্ত থেকে ধনাত্মক অনন্তে।
সূচনাবিন্দুর আদিখ্যেতার রেশ ক্রমবর্ধমান হারে বাড়ে।