রাত্রি তার সৈন্যদল নিয়ে একাই একশো
আমরা বলি জ্যোৎস্না -
আসলে চাঁদ উঁকি দেয় কিংবা
নির্জন, রূপালী দেহের আড়মোড়া ভাঙে -
তার মহাশৌণ্যিক স্লিপিং ব্যাগ থেকে।
ওদিকে তারাদের ক্যাম্পিং -
মুখরোচক গল্প আর
মেঘবণিতা লুটের পায়তারা।
একটু আড়াল পেলেই
কসমিক ধূলোর সাথে লম্বা ঘুম।
আমার কোন টেলিস্কোপ নেই,
পৃথিবীর যে ভূগোল আমি জানি
তাও কারও সাথে মেলে না।
আকাশরাজ্যের সাথে তাই মিলিয়ে দেখি,
বেশ মিলে যায়।
কোন মিসিং পিস নেই, একটা পূর্ণ ফ্রেমওয়ালা ছবি।
তারাবাহিনী স্বপ্নে করে নিজ নিজ ছায়াপথ অতিক্রম,
আলো ফোটার কিছু আগে আমিও ঘুম,
জাগতিক এলার্ম ঘড়িদের অরণ্যে রোদন।
এই আমি তলিয়ে গেলাম।
সরলার্থে স্নান, আর পূণ্যার্থে  শাপমোচন।