গ্রীষ্মের গরম ঋতুতে এসেছিলে পৃথিবীতে
হে বিশ্বকবি!কবিতায়,গদ্যে ও সংগীতে
রেখে গেছো অমর কীর্তি অমরার
রবি তুমি,রবির মতো দীপ্তিময় সৃষ্টি তোমার।


পঁচিশে বৈশাখের জন্ম তিথির শুভ ক্ষণে
চাঁদ-বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ ছিলো লগ্নে
তুমি ছিলে তাই জ্ঞান ও হৃদয়ে উদার মহান,
ত্রিশের কবিরাও ছুঁতে পারেনি তোমার আসমান।


দর্শন,জ্ঞান-বিজ্ঞানে
এবং শিল্পকলার সমগ্র উদ্যানে
তোমার প্রাণের চুম্বন পড়েছিলো শত
আশি বছর অবিরত।


পৃথিবীর আকাশে সূর্য যেমন
বাংলা সাহিত্যের আকাশে তুমি তেমন,
তুমি পেলে কাব্যে,গীতাঞ্জলীতে নোবেল পুরস্কার
এবং আমাদে জন্য রেখে গেলে গর্ব করার অধিকার-
হে কবিগুরু,শ্রদ্ধা জানাই তোমায়
তোমার জন্মদিনে ভালেবাসার বরষায়।


=======কুয়েত===৭-৫-২০১৭.♥