যে কবিতা বোঝেনা
সে কী করে মানুষের হৃদয় বুঝবে,
যে সংগীত বোঝেনা
সে কী করে প্রাণের সুর বুঝবে?


সব লোহা চুম্বক নয়
সব প্রেম নয় ভালোবাসা-
সব জল নয় নদী,সরোবর
অথবা নোনা সমুদ্রের
কিছু কিছু জল থাকে চোখে
অশ্রুত বুকের
নিসৃত শোকের।


দৃষ্টিতে না দেখা সব অবাস্তবতা নয়
দৃশ্যত বস্তুর ওপারেও সত্য-স্বপ্ন
নীল নীহারিকার মতো সুদূর
প্রত্যাশায় বেঁচে রয়।


যে কবিতা বোঝেনা
সে কী করে মানুষের হৃদয় বুঝবে
যে সংগীত বোঝেনা
সে কী করে প্রাণের সুর বুঝবে?
-----------------------
১৩,নবেম্বর-২০১৬
দুপুর-কুয়েত।