মাগো তুমি চলে গেছো
অচেনা কোন সুদূরে
তোমার কথা মনে হলে
কান্না আসে বুক জুড়ে।
যেদিন চির ঘুম দিয়েছো
না ফেরার সেই ভিন দেশে
সেদিন থেকেই কষ্ট আমার
প্রাণের দীর্ঘ নিঃশ্বাসে।


আছে মানুষ ভরা যে ঘর
ফুপু-খালা আপন ও পর-
কেউ করে না তোমার মতো
দুঃখ সয়ে যত্ন-আদর।
কতো দিন হয় মা বলি না
মা ডাকটির মধুর সুরে !


গীষ্ম কালের ছায়া যেমন
মায়ের স্নেহের মায়া তেমন-
জন্ম দিয়ে ধরার কোলে
করেছো মা লালন-পালন।
ছোট বেলার সকল স্মৃতি
মিশে আছে অন্তরে।


-১০-১০-২০১৭.কুয়েত।